Blog Details

ই কমার্স ব্যাবসায়ে সফলতার জন্য ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর গুরুত্ব

ট্রেডিশনাল ব্যাবসায়ের পাশাপাশি অনলাইন ব্যাবসায় এখন সকলের নিকট পরিচিত এবং জনপ্রিয় একটি নাম। অনলাইন ব্যাবসার অন্যতম একটি অংশ হচ্ছে ই-কমার্স ব্যাবসা। 2019 সালে বিশ্বব্যাপী ই-কমার্স বাজারের আকার ছিল USD 9.09 ট্রিলিয়ন এবং 2020 থেকে 2027 পর্যন্ত 14.7% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই ই - কমার্স ব্যাবসার শুরুই হয় একটি ওয়েবসাইট দিয়ে , এবং একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরিতে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ভূমিকা অপরিসীম।
বর্তমানে অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাবহার বৃদ্ধি পাওয়ায় অনেকেই ধারণা করে যে এটি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কে সহজেই রিপ্লেস করবে , কিন্তু আসলে এটি সঠিক নয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর চাহিদা আগেও যেমন ছিল ভবিষ্যতেও থাকবে কারন , বড় কোম্পানি , ই কমার্স সাইট এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর বিভিন্ন সাইট ডেভেলপ ও ডিজাইন করার জন্য প্রফেশনাল নিয়োগ দিয়ে থাকে।
আমাজন , ই বে , ওয়ালমার্ট এর পাশাপাশি আমাদের দেশীয় দারাজ , বিডিশপ , চালডাল ইত্যাদি আরও অনেক ই কমার্স ব্যাবসায়ের সফলতার পেছনে প্রফেশনাল ওয়েব ডিজাইন ও ডেভেলপার বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Share Now